প্রকাশিত: Wed, Jan 17, 2024 9:46 AM আপডেট: Tue, Jan 27, 2026 12:36 AM
[১]মার্চ থেকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্য নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
আনিস তপন: [২] মঙ্গলবার সচিবালয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
[৩] রাজধানীর চলমান গ্যাস সংকট সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর গ্যাস সংকট দ্রুতই কাটবে। কারণ ‘সংস্কারাধীন এলএনজি টার্মিনাল দু’একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এর ফলে আরও ৪০০ এমএমসিএফ যোগ হবে সরবরাহ লাইনে।
[৪] তিনি বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম চ্যালেঞ্জ। কারণ কিছু দিন ধরেই গ্যাসের চাপ কম। শীতকালে এমনিতেই গ্যাসের চাপ কমে যায়। তবে দুই এক দিনের মধ্যে বন্ধ থাকা টার্মিনাল চালু হয়ে গেলে সব স্বাভাবিক হয়ে আসবে, আশা করছি।
[৫]এছাড়াও সরকার অগ্রাধিকার দিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান ও উত্তোলন করার পরিকল্পনা হতে নিয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে অন্তত ৪০ কূপ খনন শেষে ৫০০ এমএফসিএফ গ্যাস সরবরাহের লক্ষ্য আছে। ২০২৭ সালে গ্যাসের চাহিদা ৬ হাজার কোটি ঘনফুটে পৌঁছাবে। এসব পদক্ষেপের কারণে সে চাহিদা পূরণ করা যাবে।‘
[৬]আগামী ৫০ বছরকে সামনে রেখে পেট্রোবাংলা গ্যাস ম্যানেজমেন্ট ও ডিস্ট্রিবিউশন মাস্টারপ্ল্যানে হাতে নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান যুক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিবিয়ানা গ্যাসক্ষেত্রে এক দশমিক ছয় ডিসিএফ গ্যাসের সম্ভাবনা দেখা গেছে। শেভরন সেখানে কাজ করছে। অল্প কয়েক মাসের মধ্যেএখানে তেলের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
[৭]বিদ্যুত নিয়ে দুইটি বড় চ্যালেঞ্জ আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার গরম বাড়তে পারে। এসময় গরমে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৭ হাজার মেগাওয়াটের বেশি হতে পারে। তার প্রস্তুতি নিচ্ছে সরকার। সময়মতো কয়লা, গ?্যাস ও তেল যোগান দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
[৮]মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটি আগামী দিনগুলোতে বিদ্যুৎ-জ্বালানির ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে।এজন্য কৃষিজমি নষ্ট না করে ও পরিবেশের ক্ষতি না করে যতটুকু পারা যায় কয়লা উত্তোলনের জন?্য প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চাওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
[৯] আগামী মাসের মধে?্য প্রায় ৪০ মেগাওয়াট হাইড্রো বিদ্যুৎ আমদানির লক্ষ্যে নেপালের সঙ্গে চুক্তি হবে জানিয়ে তিনি বলেন, ৫০০ মেগাওয়াট নিয়ে কাজ করছি। সেটাও প্রায় চূড়ান্ত পর্যায়ে। অঙ্গীকার অনুযায়ী ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ ক্লিন এনার্জি নিশ্চিত করা হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট